বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার জন্য শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অগ্রণী ভূমিকা পালনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

মঙ্গলবার ইউজিসি মিলনায়তনে ইউজিসির উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) আয়োজিত এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি।

আবদুল মান্নান বলেন, উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইন্ডাস্ট্রি যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, বাংলাদেশে এ সেক্টরটি এখনো তেমনভাবে অগ্রসর হয়নি। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাস্তবায়নাধীন হেকেপ প্রকল্পের মাধ্যমে ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার যোগসূত্র স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

হেকেপের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক সোহেল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন- ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, এআইএফ কোঅর্ডিনেটর  মো. কোরবান আলী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ সিনিয়র অধ্যাপক ও শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।