করোনা শনাক্তকরণ ল্যাবের সংখ্যা বেড়ে ২০৪

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

দেশে করোনাভাইরাস শনাক্তে আরও পাঁচটি ল্যাব বেড়েছে। এনিয়ে রাজধানীসহ সারাদেশে ল্যাবের সংখ্যা বেড়ে ২০৪টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে সরকারি ১৩৭টি এবং ৬৭টি বেসরকারি। এগুলোর মধ্যে পিসিআর ল্যাব ১১৬টি, জিন এক্সপার্ট ২৮টি এবং রেপিড অ্যান্টিজেন ৬০টি।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করানো রোগীর মৃত্যু হয়।
শুক্রবার (২৯ জানুয়ারি) পর্যন্ত মোট ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা এবং ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়।
গত ২৪ ঘন্টায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন ৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন আট হাজার ৯৪ জন।

এমইউ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।