নোয়াখালীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের চাঁড়াভিটি নামকস্থানে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী হাতে হাত ধরে বসুরহাট-কবিরহাট সড়কের উভয় পাশে দাঁড়িয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলকাবাসীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শেষে প্রধান শিক্ষক মো. শহীদ উল্যার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি প্রশান্ত সুভাষ চন্দ, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম রব্বানী, একরামুল হক সিরাজী, স্থানীয় ইউপি সদস্য মহি উদ্দিন সুজন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন মামুন ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফোরকানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অবিলম্বে ধর্ষক রাজুকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, যেকোনো মূল্যে ধর্ষক রাজুকে গ্রেফতার করতে হবে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করে তিনি বলেন, এমন নজির সৃষ্টি করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো মা বোন বা স্কুলছাত্রী যেন নির্যাতনের শিকার না হয়।
উল্লেখ্য, ১৬ নভেম্বর সকাল আটটায় স্কুলে যাওয়ার পথে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কাজী বাড়ির সামনে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৪) একই এলাকার কাজী লিটনের বড় ছেলে বখাটে রাজু (২৪) কর্তৃক ধর্ষণের শিকার হয়। এলাকাবাসী গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে ধর্ষিতা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই ধর্ষক পলাতক রয়েছেন।
মিজানুর রহমান/এমজেড/পিআর