ডামুড্যায় একাধিক প্রার্থী আ.লীগের, বিএনপির একজন


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৭ নভেম্বর ২০১৫

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় নির্বাচনী গরম হাওয়া বইতে শুরু করেছে। আওয়ামী লীগের একাধিক এবং বিএনপির একক প্রার্থী মেয়র পদে নির্বাচনের জন্য আগাম প্রচার-প্রচারণা শুরু করেছেন।

২০১১ সালের ১৮ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ১২ হাজার ভোটার নিয়ে ডামুড্যা পৌরসভা ঘোষণা করা হলেও বর্তমানে ভোটার সংখ্যা আরও অনেক বেশী। তফসিল ঘোষণার পূর্বেই এ পৌরসভার জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে সেই কাঙ্খিত পৌর নির্বাচনের জন্য।

ডামুড্যা পৌরসভায় নয়টি ওয়ার্ড এবং তিনটি মহিলা কাউন্সিলর পদে ৪৫ জন সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছে প্রচার প্রচারণায়। বিগত নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদেরকে ভোটাররা বেশী মূল্যায়ন করায় অধিক জনপ্রিয় প্রার্থীরা দলীয় ব্যানারে নির্বাচন করতে বেশি আগ্রহী। তাই দলীয়ভাবে মনোনয়ন আদায়ের জন্য প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা শহরের আনাচে-কানাচে, রাস্তার মোড়ে মোড়ে ফ্যাস্টুন স্থাপন এবং দেয়ালে রঙিন পোস্টার লাগিয়ে এলাকাবাসীর কাছে দোয়া চাচ্ছেন।

প্রার্থীরা বাজারে বাজারে শুভেচ্ছা বিনিময়, উঠান বৈঠকসহ কর্মীদের নিয়ে এলাকা পরিদর্শন করছেন। বাজারের চায়ের দোকানগুলোতে চলছে ভোটের হিসাব-নিকাশ।

নির্বাচন কমিশন কর্তৃক দেয়া তথ্য মতে, এ বছরের ডিসেম্বর মাসে হতে যাচ্ছে পৌরসভার নির্বাচন। এবার ডামুড্যা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিন জন এবং বিএনপি থেকে একজন অংশ নেয়ার কথা শোনা যাচ্ছে।

মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ ডামুড্যা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান মেয়র মো. হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল, বাংলাদেশ আওয়ামী লীগ ডামুড্যা উপজেলা শাখার সভাপতি মাস্টার কামাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ ডামুড্যা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল এবং বিএনপির একমাত্র প্রার্থী মো. আলমগীর হোসেনের নাম ভোটারদের মুখে শোনা যাচ্ছে।

এছাড়া ডামুড্যা পৌরসভার নয়টি সাধারণ ও তিনটি মহিলা কাউন্সিলর পদে ৪৫ জন সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে ডামুড্যা পৌরসভার বর্তমান মেয়র মো. হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়ালের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মেয়র হিসেবে সাধ্যমতো চেষ্টা করেছি এলাকার উন্নতি করতে।

মেয়র প্রার্থী মাস্টার কামাল উদ্দিন বলেন, দেশ এবং জনগণের উন্নয়নে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। এলাকার জনগণ আমাকে ভালোবাসে। দল আমাকে মনোনায়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবো

মেয়র প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, আমি এই পৌরসভার নির্বাচিত মেয়র ছিলাম। মেয়র থাকাকালীন পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ করেছি। দল আমাকে মনোনায়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবো।

বিএনপির একক মেয়র প্রার্থী মো. আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের উন্নয়নে কাজ করবো।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।