১৪২ মণ জাটকা জব্দ, অসহায় পরিবার ও এতিমখানায় বিতরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১

বরিশালে বিশেষ দুটি অভিযানে ১৪২ মণ জাটকাসহ একটি স্টিল বডি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদরদ ফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টায় কোস্টগার্ড স্টেশন বরিশাল দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার বন্দর থানাধীন কীর্তনখোলা নদী থেকে একটি ইঞ্জিনচালিত ফাইটার বোট তল্লাশি করে প্রায় ৮৮০ কেজি জাটকা জব্দ করা হয়।

অপরদিকে সকাল সাড়ে ৯টায় বরিশাল লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে একটি স্টিল বডিতে তল্লাশি চালিয়ে প্রায় চার হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে মোট পাঁচ হাজার ৬৮০ কেজি (১৪২ মণ) জাটকাসহ একটি ইঞ্জিনচালিত স্টিল বডি জব্দ করা হয়।

পরে বরিশাল সদর উপজেলার এসিল্যান্ড মেহেদী হাসান (সহকারী কমিশনার ভূমি) ও মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে এসব জাটকা বিতরণ করা হয় এবং ইঞ্জিনচালিত স্টিল বডিটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মা-ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধ, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এমইউ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।