প্যারিসের হামলা নিয়ে সংসদে বক্তব্য রাখবেন রওশন


প্রকাশিত: ১০:১২ এএম, ১৭ নভেম্বর ২০১৫

ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি এ বিষয়ে বক্তব্য রাখার জন্য স্পিকারের কাছে অনুমতি চাইবেন।

বিরোধী দলীয় নেতার সংসদের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্যারিসে সন্ত্রাসীদের বর্বর হামলায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বিরোধী দলীয় নেতা। এদেশে এধরনের হামলা ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়েও সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন তিনি।

ওই বক্তব্যে জনগণের যানমাল রক্ষায় সরকারকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানাবেন তিনি। এছাড়া দেশের বিশিষ্টজনদের ক্রমাগত হত্যার হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের তাড়াতাড়ি আইনের আওতায় আনার অনুরোধ জানাবেন রওশন।

৮ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৪টায় এই অধিবেশন শুরু হয়েছে। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

দশম সংসদের পথচলা শুরু হয় গত বছরের ২৯শে জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।