চর উন্নয়নে ১৪ দফা প্রস্তাবনা


প্রকাশিত: ১০:০৪ এএম, ১৭ নভেম্বর ২০১৫

১ম জাতীয় চর সম্মেলন-২০১৫ পরবর্তীতে প্রকাশিত চর কনভেনশন রিপোর্টের প্রকাশনা ও স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যে চরবাসীর পক্ষ থেকে ১৪ দফা সুপারিশ উপস্থাপন করেছে ন্যাশনাল চর অ্যালায়েন্স।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে উন্নয়ন সমন্বয়ের উদ্যেগে এবং ন্যাশনাল চর অ্যালায়েন্সের সহযোগিতায় এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মুহূর্তে আমরা মনে করি অতিদরিদ্র চরবাসীর উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক কিছু পরিকল্পনা প্রয়োজন রয়েছে। যে পরিকল্পনার আলোকে চরের মানুষের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের পথে অগ্রসর হওয়া সম্ভম। চর সম্মেলন থেকে প্রাপ্ত মতামত, আলোচনা আর সুপারিশের ভিত্তিতেই তৈরি করা হয়েছে স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যে চরবাসীর পক্ষ থেকে ১৪ দফা সুপারিশ। উল্লেখিত সুপারিশের মধ্যেই চরের মানুষের প্রত্যাশা, অধিকার এবং উন্নয়ন সমুন্নত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চরাঞ্চলে গিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে অনীহা রয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসকরা তাদের মনিটরিং এর আওতায় আনতে পারে।
 
তিনি বলেন, সীমাবদ্ধতার কারণে সরকারি কর্মকর্তারা সেবা দিতে অনীহা প্রকাশ করে। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিরাও সেবা দিতে অনীহা প্রকাশ করেন এটা দুঃখজনক।

এসময় সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ মানের অবকাঠামোগত সুবিধা সুনিশ্চিত করা, পুষ্টিহীনতা থেকে রক্ষার জন্য বিশেষ খাবার ব্যবস্থা করা, প্রয়োজনীয় উপকরণ ও দক্ষ জনবল নিশ্চিত করাসহ ১৪ দফা সুপারিশ তুলে ধরেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের গোলানা আদর্শপাড়া কমিউনিটি বেসড অর্গাইনাজশনের (সিবিও) সভানেত্রী ইয়ারুন বেগম।

সংগঠনের চেয়ারপারসন খন্দকার ইব্রাহিম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেমি তেরজ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অক্সাফান ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সোনেজি প্রমুখ।

এএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।