কুমিল্লায় পৌর মেয়র কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৭ নভেম্বর ২০১৫

কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র শাহ মো. আলমগীর খাঁন ও বিএনপি নেতা শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই বিএনপি নেতা মঙ্গলবার দুপুরে কুমিল্লার জেলা দায়রা জজ নূরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা তিন মাসের হরতাল-অবরোধের সময় চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় উভয়ে আসামি ছিলেন।  

উল্লেখ্য, পৌর মেয়র শাহ মো. আলমগীর খাঁন চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা শাহ আলম খাঁন চান্দিনা পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক। তাদের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।