ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ শ্রীলংকার ওয়ার্নাভিরা


প্রকাশিত: ০৭:২০ এএম, ১৭ নভেম্বর ২০১৫

আইসিসি ম্যাচ-ফিক্সিং তদন্তে চাতুরতার আশ্রয় নেয়ায় অন্তবর্তীকালীন কমিটির কর্মকর্তা জয়াবার্ধানে ওয়ার্নাভিরাকে বরখাস্ত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। আইসিসি দূর্নীতি দমন বিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে এসএলসি সূত্রে জানা গেছে।

৯০’এর দশকের শুরুর দিকে ওয়ার্নাভিরা টেস্ট দলে মিডিয়াম পেসার হিসেবে জায়গা করে নিয়েছিলেন। সমুদ্র তীরবর্তী গল স্টেডিমের প্রধান কিউরেটর হিসেবেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তার বিরুদ্ধে পিচ সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে আইসিসির তদন্তে। এসএলসি জানিয়েছে, ওয়ার্নাভিরাকে এই অভিযোগে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।