একদিন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২১

সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (২৫ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় টাইগার ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট দল তাদের শক্তিমত্তা প্রমাণ করেছে। সিরিজের শুরু থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে নৈপুণ্য দেখিয়েছে তা অসাধারণ।

তিনি আশা প্রকাশ করে বলেন, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ দল বিজয়ের এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে। একদিন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এসএম/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।