কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৬:২০ এএম, ১৭ নভেম্বর ২০১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার জেলার চৌদ্দগ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম থানা সংলগ্ন নতুন সড়কে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৮৪২) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মার্কেটে কাজ করা অবস্থায় বেলাল মিয়া (৪৩) নামের এক শ্রমিককে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই তিনি মারা যান।  

নিহত বেলাল মিয়া চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের মো. আশ্বব আলীর ছেলে। এসময় স্থানীয়রা ট্রাকের চালক মানিক (৩০) মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক ওই ট্রাক চালক সিলেট জেলা সদরের মৃত এনায়েত হোসেনের ছেলে।

এর আগে সকাল সোয়া আটটার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা এলাকায় অজ্ঞাতনামা গাড়ি চাপায় মো. মাসুদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। মিয়াবাজার হাইওয়ে পুুলিশের ইনচার্জ নাজিম উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।  

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।