আজকের জোকস : ১৭ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ১৭ নভেম্বর ২০১৫

এক বাড়িতে একজন অতিথি এসেছেন। অনেকদিন হয়ে গেল তবু নড়বার কোন লক্ষণ নেই। স্বামী-স্ত্রী কেউ কিছু বলতে পারে না লজ্জায়।

একদিন অতিথিকে শুনিয়ে পাশের ঘরে দু’জন খুব ঝগড়া করতে লাগলো। স্ত্রীকে মারধর এবং স্ত্রীর কান্নার আওয়াজও শোনা গেল। অবস্থা সুবিধার নয় ভেবে অতিথি ভদ্রলোক তার সুটকেস নিয়ে বেরিয়ে গেল।

স্বামী-স্ত্রী জানালা দিয়ে তা দেখে ঝগড়া বন্ধ করে খুব হেসে নিল যে, বুদ্ধি করে তারা অতিথি তাড়াতে পেরেছে। স্বামী বলল, ‘তোমার লাগেনি তো? যে জোরে কাঁদছিলে।’ স্ত্রী বলল, ‘ধুর একটুও লাগেনি। এ তো লোক দেখানো কেঁদেছিলাম।’

এক সময় অতিথির আবির্ভাব। সে হাসতে হাসতে বলল, ‘আমিও কিন্তু লোক দেখানো গিয়েছিলাম।’

****

শিক্ষক : তোকে তো ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছিলাম। তুই তো আমাকে সাদা কাগজ দিলি। কেন?
ছাত্র : স্যার, আমি তো ব্যাকটেরিয়ার ছবিই এঁকেছি। কিন্তু আপনি তো তা খালি চোখে দেখতে পারবেন না।

****

ম্যাডাম : বলো তো, কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ- সূর্য না চাঁদ?
ছাত্র : চাঁদ, ম্যাডাম।
ম্যাডাম : কেন?
ছাত্র : চাঁদ আমাদের রাতে আলো দেয়, যখন আমাদের প্রয়োজন হয়। কিন্তু সূর্য আলো দেয় দিনে, যখন আমাদের আলোর কোন প্রয়োজন নেই।

****

প্রশ্নকর্তা : বলুন তো ‘I killed a person’ এর Future tense কী হবে?
চাকরিপ্রার্থী : You will go to jail.

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।