পণ্য আমদানি-রফতানিতে জটিলতা নিরসন হবে : সিদ্দেক আহমদ


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

সিলেটের বিয়ানীবাজার শেওলা স্থলবন্দরে কয়লাসহ সব ধরনের পণ্য আমদানি-রফতানিতে জটিলতা নিরসন করা হবে বলে জানিয়েছেন আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিদ্দেক আহমদ।

তিনি বলেন, ভারতের সুতারিকান্দি স্থলবন্দরে বর্ডার ট্রেড সেন্টার চালু হয়েছে। শেওলা স্থলবন্দরে ট্রেড সেন্টার চালু হলে এর সুফল পাবে বাংলাদেশ ও ভারতের মানুষ। দূর করা হবে পণ্য আমদানি-রফতানির বিভিন্ন জটিলতাও।

সোমবার বিকেলে শেওলা স্থলবন্ধর এলাকায় স্থানীয় কয়লা ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনা শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আসামের এই মন্ত্রীকে ব্যবসায়ীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

সিদ্দিক আহমদ আরো বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তিগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এসব কাজ শেষ হলে দুই দেশের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপকৃত হবে। বাংলাদেশ-ভারতের দ্বি-পাক্ষিক চুক্তিতে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালু, সীমান্ত এলাকার উন্নয়ন, চার লেন সড়ক নির্মাণ, চোরাচালান ও জঙ্গিবাদ রোধ হবে।

এ সময় উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, কয়লা ব্যবসায়ী জাহেদ ইকবাল, সেলিম উদ্দিন, নূরুল আমিন, পারভেছ উদ্দিন, জসিম উদ্দিন ও সাধন রায় প্রমুখ।

আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিদ্দেক আহমদ কিছুদিন আগে ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আত্মীয়-স্বজনদের সঙ্গে কয়েকদিন কাটানোর পর বিকেলে তিনি শেওলা স্থল বন্দর হয়ে আসাম ফিরে যান।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।