৩০ শতাংশ ঝুঁকি ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ২২ জানুয়ারি ২০২১

৩০ শতাংশ ঝুঁকি ভাতার দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে র‌্যালি করেছেন গার্মেন্টস শ্রমিকরা। পরে সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন গার্মেন্টসের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

jagonews24

সমাবেশে ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি কম হওয়ায় তারা ওভারটাইমের ওপর নির্ভরশীল। ওভারটাইম ভাতার ওপর নির্ভর করে গার্মেন্টস শ্রমিকরা তাদের পরিবার নিয়ে জীবনযাপন করেন। কিন্তু করোনাকালে ওভারটাইম না থাকায় মাসিক আয় কমে গেছে। এতে করে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে কঠিন সময় পার করছেন। তাই ঝুঁকি নিয়ে কাজ করায় শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দিতে হবে। তাহলে শ্রমিকরা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন।

ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও কোষাধ্যক্ষ নাসিমা আক্তার প্রমুখ।

এওয়াইএইচ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।