ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ঘন কুয়াশার কারণে, ইউএস বাংলার দুটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে। সকাল ১০ টার পর ফ্লাইট দুটো ঢাকায় ফিরে গেছে। এছাড়া অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেছে।

এর আগে ঘন কুয়াশার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবু আজাদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।