চুয়াডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত
চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আজিজুল ইসলাম (৩৫) নামের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সন্ধা ৭টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টার দিকে) থেমে থেমে সংঘর্ষ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দার ও জেলা যুবলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নঈম গ্রুপের আজিজুল ইসলাম গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এআরএ/আরআইপি