বাংলাদেশ ক্যান্সার কংগ্রেসের উদ্বোধন


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টের (এসএফও) বাংলাদেশ চ্যাপ্টার- অনকোলজি ক্লাব বাংলাদেশ- ‘বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস-২০১৫ (বিসিসি-২০১৫)’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিক প্রধান অতিথি হিসেবে সোমবার ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি গলফ ক্লাবে এ সম্মেলনের উদ্বোধন করেন।

ডা. আব্দুল মালিক বলেন, দুর্বল ডায়াগনোসিস, বিশেষভাবে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা কর্মীর অপর্যাপ্ততা এবং শৈশবের ক্যান্সার থেকে আরোগ্যলাভ খুবই কঠিন- এমন ভ্রান্ত বিশ্বাস ইত্যাদি কারণে এ রোগে বেঁচে থাকার হার খুবই কম।

দু’দিনের সম্মেলনে একটি বিশেষ তরুণ অনুসন্ধানকারীদের অধিবেশন, এ অঞ্চলের বিভিন্ন অভিন্ন ক্যান্সারের ওপর ইন্টারেক্টিভ অধিবেশন এবং মিট দ্যা এক্সপার্টস অধিবেশনসহ বেশ কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষ অধিবেশনে রয়েছে- তরুণ গবেষকদের উপস্থাপিত বেস্ট পেপারের জন্য ‘প্রফেসর এস এফ হক স্বর্ণ পদক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞরা এ সম্মেলনে যোগদান করছেন।

এক তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বব্যাপী দুই লাখেরও বেশি শিশু ক্যান্সারে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় ৮০ শতাংশের বাস নিম্ন অথবা মধ্যম আয়ের দেশে। অপরদিকে উচ্চ আয়ের দেশে যেখানে আরোগ্য লাভের হার ৮০ শতাংশ, সেখানে স্বল্প আয়ের এ হার ৫ শতাংশের নীচে।

বিশেষজ্ঞদের দেয়া ভবিষ্যত বাণী অনুযায়ী আগামী কয়েক দশকে বাংলাদেশে ক্যান্সার অসুস্থতা ও মৃত্যু একটা ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। বাংলাদেশে বর্তমানে ১৩ লাখ থেকে ১৫ লাখ ক্যান্সারের রোগী রয়েছে- আর বছরে নতুনভাবে শনাক্ত হচ্ছে প্রায় দুই লাখ রোগী।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।