উজিরপুরে শতাধিক গাছের সঙ্গে শত্রুতা
বরিশালে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাউরেখা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের প্রায় ছয় লাখ টাকার গাছ ও চার লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা।
এ ঘটনার পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউপি সদস্যর ভাতিজা মনির হোসন বাদী হয়ে বরিশাল আদালতে ১২জনকে আসামি করে একটি মামলা করেছেন।
মামলার আরজি সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার দুই দিনে দেশিয় অস্ত্র-সজ্জে সজ্জিত হয়ে একই গ্রামের সোলায়মান বেপারী ও সৈয়দ আলী ব্যাপারীর নেতৃত্বে দুই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রায় ছয় লাখ টাকা ফলজসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে নেয়া হয়। এছাড়া জমির মধ্যে থাকা ঘেরের প্রায় চার লাখ টাকার মাছ লুট করা হয়।
রফিকুল ইসলামের পরিবারের লোকজন বাধা দিলে অস্ত্রের মুখে তাদের এলাকা ছাড়া করা হয়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেয়ায় আদালতের শরণাপন্ন তারা।
হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেন রায় জানান, জমি নিয়ে কিছুদিন আগে সালিশি বৈঠকে সিদ্ধান্ত হয়। এ সময় উভয়পক্ষই আদালতে শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আদালতে শরণাপন্ন না হয়ে জোরপূর্বক দখল করে সোলেমান বেপারী অবৈধভাবে কাজ করে।
অভিযুক্ত সোলামেন বেপারীর ভাতিজা দিলীপ বেপারী জানান, আমাদের সম্পত্তি প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ওই জমি দখল ও গাছ কেটে নিয়েছি।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছিলো। কোনো পক্ষ তা ভঙ্গ করে গাছ কেটে থাকে তার বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফ আমীন/এআরএ/আরআইপি