এবার ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতে এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস । সোমবার ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ হুমকি দেয়া হয়।

বার্তায় বলা হয়, সিরিয়ায় বিমান হামলায় অংশগ্রহণকারী দেশগুলোকে প্যারিসের ভাগ্য বরণ করতে হবে। একজন বলছে, গত শুক্রবার ফ্রান্সের কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ইসলামিক স্টেটের (আইআস) হাতে একই পরিণাম ভোগ করবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভিডিওটির নির্ভরযোগ্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি  ।

এর আগে গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি স্থানে হামলায় ১২৯ জন নিহত হন। আহত হন কয়েক শ’। ওই হামলায় দায় স্বীকার করে আইএস।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।