গ্রাহকদের জন্য বিনামূল্যে গ্রামীণফোনের ওয়াই-ফাই


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

দেশজুড়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ চালু করবে গ্রামীণফোন। চলতি বছরে প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ ৩০টি স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করবে।

প্রাথমিকভাবে এটি একটি পরীক্ষামূলক প্রকল্প হবে এবং প্রথম তিন মাস গ্রামীণফোন গ্রাহকরা বিনাখরচে এ ওয়াই-ফাই সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশে ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করাই গ্রামীণফোনের এই কার্যক্রমের লক্ষ্য । সারা দেশজুড়েই গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে এবং প্রতিষ্ঠানটি অত্যন্ত দ্রুতগতিতে দেশজুড়ে থ্রিজি সেবা ছড়িয়ে দিচ্ছে। এই শক্তিশালী নেটওয়ার্কেও ভিত্তিতেই বিভিন্ন আকর্ষণীয় ইন্টারনেট অফার দেয়া হচ্ছে।
 
গ্রামীণফোন গ্রাহকরা ওয়াইফাই হটস্পট জোনে গেলে তাদের মোবাইলের ওয়াইফাই চালু করলে "জিপি ওয়াইফাই" নামে একটি এসএসআইডি দেখতে পাবেন। ‘জিপি ওয়াইফাই’ এ যুক্ত হবার পর তার গ্রামীণফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পর্যায়ে তারা একটি এসএমএস পাবেন যা তাকে ওয়াইফাই ব্যবহার করতে দেবে।

এই উদ্যোগের ফলে গ্রামীণফোনের সবার জন্য ইন্টারনেট পৌঁছে দেয়ার আকাঙ্খা আরেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।