প্যারিসের জন্য ম্যাডোনার কান্না (ভিডিও)


প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসি হামলার জেরে অনেক শিল্পী বাতিল করেছেন শো। তবে সবার দেখানো পথে হাঁটলেন না ব্যতিক্রমী স্বভাবের পপস্টার ম্যাডোনা। প্যারিস হামলার পর দিনই সুইডেন শহরের স্টকহোমে কনসার্ট করলেন তিনি। আর এই মঞ্চ ভাসল ম্যাডোনার চোখের জলে।  

প্যারিসে নির্মম সন্ত্রাস হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাজার হাজার দর্শকের সামনে কেঁদে ফেললেন এই সুপারস্টার। কাঁদালেন পুরো মাঠ।

এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রথমে শ্রোতাদের নিয়ে নীরবতা পালন ও পরে জাতীয় সংগীত পরিবেশ করেন ম্যাডোনা। পরে ম্যাডোনা বলেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম বাতিল করে দেব অনুষ্ঠান। কিন্তু পরে ভাবলাম, কেন? ওরা তো এটাই চাইছে। আমাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে। কেন ওদের জিততে দেব? আমাদের স্বাধীনতায় ওদের হস্তক্ষেপ কেন করতে দেব? তাই এসেছি গাইতে। আমি কোনোদিন অন্যায়ের কাছে হারিনি বন্ধুরা, তোমরাও হারতে চেওনা। আমাদের এই শোক বুকে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে।’

তিনি আরো বলেন, ‘হিংসা, দ্বেষ থাকলেও এই পৃথিবী এখনও ভালবাসার চাদরে মোড়া। তাই একমাত্র ভালবাসা দিয়েই বিশ্বকে বদলানো সম্ভব। আমি প্রচন্ডরকম আশাবাদী একদিন এমন দিন আসবেই যখন ভালোবাসাই জয়ী হবে।’

দেখুন ম্যাডোনার কনসার্টের ভিডিওটি :


এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।