বেলাবতে ছাত্রীকে শ্লীলতাহানি করায় দুই কিশোরের কারাদণ্ড
নরসিংদীর বেলাবতে এক জেএসসি পরীক্ষার্থী ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই কিশোরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার ভ্রাম্যমাণ আদালতে এই রায় ঘোষণা করা হয়। এর আগে দুপুরে জেএসসি পরীক্ষা শেষে বাড়িতে ফিরার পথে উপজেলার বিন্নাবাইদ এলাকায় ওই ছাত্রীকে শ্লীলতাহানির সময় অভিযুক্ত কিশোরদের আটক করে স্থানীয়রা।
দণ্ডপ্রাপ্তরা হলেf, উপজেলার পোড়াদিয়া এলাকার বাদল মিয়ার ছেলে কাকন মিয়া (১৬) ও একই এলাকার আবুল বাশারের ছেলে তারেক মিয়া (১৭)। এদের মধ্যে কাকন মিয়া পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও তারেক মিয়া একই বিদ্যালয়ের এসএসসি পরীর্ক্ষাথী।
পুলিশ জানায়, নির্যাতিত ছাত্রীর বাড়ি বিন্নাবাইদ গ্রামে। সে স্থানীয় বিন্নাবাইদ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিচ্ছে। বেশ কিছুদিন যাবত তাকে পাশ্ববর্তী পোড়াদিয়া এলাকার কাকন বিরক্ত করছিল। সম্প্রটি সে বিষয়টি পরিবারকে জানালে গত ৩ দিন পূর্বে ছাত্রীর বাবা কাকনের পরিবারকে নালিশ জানায়। চলমান জেএসসি পরীক্ষায় পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সে পরীক্ষা দিচ্ছে। রোববার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিন্নাবাইদ এলাকায় তাকে গতিরোধ করে কাকন, তারেকসহ ৪ কিশোর। তারা ছাত্রীকে জোর করে পাশ্ববর্তী একটি মাঠে নিয়ে জাপটে ধরে আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ করে। ওই সময় ছাত্রীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছাত্রীকে উদ্ধার এবং কাকন ও তারেককে আটক করে। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সন্ধ্যায় অভিযুক্তদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বেলাব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হচ্ছে। তারা দুজনই কিশোর হওয়ায় পরবর্তীতে আদালতে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিবে।
সঞ্জিত সাহা/এমএএস/পিআর