৫ দফা দাবিতে খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট
আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি। পাঁচ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে যশোর শ্রমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মঘটের আহ্বান জানানো হয়। এ ঘোষণা দিয়ে ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, কুষ্টিয়ায় রাজনৈতিক দলের ক্যাডাররা শ্রমিক ইউনিয়ন দখল করে নিয়েছেন। রাজনৈতিক ক্যাডারদের হাত থেকে শ্রমিকদের সংগঠনকে মুক্ত করাই প্রধান দাবি। এছাড়া মহাসড়ক সংস্কার, অবৈধ টোল আদায় বন্ধ, ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ, মহাসড়কে স্থানীয়ভাবে নির্মিত যান চলাচল নিষিদ্ধ করাও রয়েছে দাবিগুলোর মধ্যে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মজনু, রবিউল হোসেন, মোহাম্মদ হোসেন, মিজানুর রহমান, শওকত আলী, কাজী সরোয়ার হোসেন, আনিসুর রহমান কিনা, ইন্তাজ আলী, শাহাঙ্গির হোসেন শাহিন, আব্দুর রহিম, আব্দুল কাদের কালু প্রমুখ।
মিলন রহমান/এমজেড/পিআর