শেষ হলো ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা
সফলতার সঙ্গে শেষ হলো দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা ২০১৫ । আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কমপিউটার জগৎ এর যৌথ আয়োজনে শুক্র ও শনিবার পূর্ব লন্ডনের ওয়াটারলিলি কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় কেউ সশরীরে আবার কেউ অনলাইনে অংশগ্রহণ করেন। যুক্তরাজ্যের প্রথম সারির ৪০টি আইসিটি প্রতিষ্ঠান এ মেলাতে অংশ নেয়।
আইসিটি প্রতিষ্ঠান ওরাকল, আইবিএম এবং মাইক্রোসফটের প্রতিনিধিরা এ মেলাতে আসেন। তাছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মেলাতে আসেন।
মেলাতে ৬টি সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বিখ্যাত আইসিটি ব্যক্তিত্ব এসব সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন।
এদিকে, মেলার প্রথম দিনে বাংলাদেশ হাইটেক পার্কের সাথে যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরের চারটি প্রতিষ্ঠানের চুক্তি হয়। এ চুক্তি অনুসারে প্রতিষ্ঠানগুলো হাইটেক পার্কে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছরে বাংলাদেশের আইসিটি সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে। আন্তর্জাতিক ব্যবসায় সহযোগিতার উদ্দেশ্যে মেলার তিনদিনে ৭টি সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়।
আরএম/এসকেডি/পিআর