সাম্প্রতিক চলচ্চিত্র নিয়ে আলোচনা


প্রকাশিত: ১০:২১ এএম, ১৬ নভেম্বর ২০১৫

বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে সাম্প্রতিক বাংলা চলচ্চিত্রের গতি-প্রকৃতি শিরোনামে এক কথামালার আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে রোববার, ১৫ নভেম্বর সন্ধা ৬.৩০ মিনিটে এটি অনুষ্ঠিত হয়।

ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের সহযোগিতায় এ আয়োজনে চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত এবং চলচ্চিত্র সমালোচক প্রেমেন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি অধ্যাপক আব্দুস সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক জুনায়েদ হালিম, বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সহ-সভাপতি এম শরীফুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ, শাহনেওয়াজ কাকলী, রবিন নোমান, গোলাম রব্বানী বিপ্লবসহ তরুণ চলচ্চিত্র নির্মাতাগণ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।