বাংলাদেশ ‘এ’ দলের শুভ সূচনা


প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৬ নভেম্বর ২০১৫

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে শুভ সূচনা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। রোববার প্রথম দিন টসে জিতে ব্যাটিং করতে নেমে চাপে আছে স্বাগতিক দলটি। ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৪৮ রান সংগ্রহ করেছে তারা।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৬৭ ওভার খেলা হয়। দিনের দ্বিতীয় ওভারে ৫ রানেই ওপেনার ব্রায়ান চারিকে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচ বানিয়েছেন পেসার আবু জায়েদ। এরপর অবশ্য নিয়ন্ত্রণটা তুলে নিয়েছিল স্বাগতিকেরা। দ্বিতীয় উইকেটে ১১৮ রান যোগ করেন হ্যামিল্টন মাসাকাদজা ও পিটার মুর।

সর্বোচ্চ ৬২ রান আসে পিটার মুরের ব্যাট থেকে।এরপর রান আউটের শিকার হন তিনি। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার হ্যামিলটন মাসাকাদজা। ৪২ রান আসে রায়ান বুলের ব্যাট থেকে। এ ছাড়া উইকেট রক্ষক ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি ৪৪ ও ডোনাল্ড ত্রিপানো শূন্য রানে অপরাজিত আছেন।
 
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ, আবু জায়েদ ও শুভাগত হোম। একটি উইকেট নেন স্পিনার সাকলায়েন সজীব।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।  

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।