আজকের সাধারণ জ্ঞান : ১৬ নভেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘জাতিসংঘ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : জাতিসংঘের আগে ‘লীগ অব নেশনস’র জন্ম কোন সালে?
উত্তর : ১৯২০ সালে।
২. প্রশ্ন : ‘লীগ অব নেশনস’র বিলুপ্তি হয় কোন সালে?
উত্তর : ১৯৩৯ সালে।
৩. প্রশ্ন : জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম কে করেন?
উত্তর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৪. প্রশ্ন : জাতিসংঘ (United Nation) নামকরণ করেন কে?
উত্তর : ফ্রাঙ্কলিন রুজভেল্ট,
৫. প্রশ্ন : কত তারিখে জাতিসংঘ (United Nation) নামকরণ করা হয়?
উত্তর : ১৯৪২ সালের জানুয়ারি মাসে।
৬. প্রশ্ন : জাতিসংঘ গঠনের জন্য আটলান্টিক চার্টার কবে গৃহিত হয়?
উত্তর : ১৯৪১ সালে।
৭. প্রশ্ন : জাতিসংঘ গঠনের লক্ষ্যে প্রথম কোথায় সম্মেলন হয়?
উত্তর : তেহরানে।
৮. প্রশ্ন : জাতিসংঘ গঠনের লক্ষ্যে প্রথম কখন সম্মেলন হয়?
উত্তর : ১৯৪৩ সালে।
৯. প্রশ্ন : জাতিসংঘ সনদ প্রণয়ন করা হয় কোন সালে?
উত্তর : ১৯৪৪ সালে।
১০. প্রশ্ন : জাতিসংঘ সনদের লেখক কে?
উত্তর : Archibald Macleish.
১১. প্রশ্ন : জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ২৪ অক্টোবর ১৯৪৫।
১২. প্রশ্ন : জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : কোস্টারিকার রাজধানী সানজোসে।
১৩. প্রশ্ন : জাতিসংঘের সনদ কবে প্রথম স্বাক্ষরিত হয়?
উত্তর : ২৬ জুন ১৯৪৫।
১৪. প্রশ্ন : জাতিসংঘের সনদে প্রথম কয়টি দেশ স্বাক্ষর করে?
উত্তর : ৫০টি দেশ।
১৫. প্রশ্ন : জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কোতে।
১৬. প্রশ্ন : কোন দেশ সনদে স্বাক্ষর না করে প্রাথমিক ৫১টি সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়?
উত্তর : পোল্যান্ড।
১৭. প্রশ্ন : জাতিসংঘের সদস্য নয় কোন কোন দেশ?
উত্তর : তাইওয়ান, ভ্যাটিকান ও ফিলিস্তিন।
১৮. প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি?
উত্তর : ৫টি।
১৯. প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কী কী?
উত্তর : যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন ও যুক্তরাজ্য।
২০. প্রশ্ন : কোন দেশ আগে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই?
উত্তর : তাইওয়ান।
এসইউ/এমএস