বাণী-বচন : ১৬ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৬ নভেম্বর ২০১৫

কান্না
কান্নার চেয়ে কোন কিছু এত শীঘ্র শুকায় না। - রবার্ট ব্রাউনিং

মেয়ে মানুষের কান্নার পিছনে সব সময় কারণ বা যুক্তি থাকে না। – হোমার

কান্নায় অনন্ত সুখ আছে। তাই তো কাঁদতে আমি এত ভালোবাসি। – কিটস

কান্না শত্রুদের উৎসাহের উদ্রেক করে। – রিচার্ড ক্রাশ

কান্না চোখের একটা মহৎ ভাষা। – রবার্ট হেরিক

বচন
শীষ দেখে বিশ দিন
কাটতে মাড়তে দশ দিন ।
অর্থ : যে দিন ধানের শীষ বের হবে তার থেকে ঠিক কুডি দিন পর ধান কাটতে হবে । মাড়তে ও ঝাড়তে হবে দশ দিনের মধ্যে এবং তারপর গোলায় তুলবে ।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।