মেহেরপুরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে নিহত ১


প্রকাশিত: ০২:৪২ এএম, ১৬ নভেম্বর ২০১৫

মেহেরপুর সদর উপজেলার ইসলামনগরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে আমঝুপি বাজার থেকে বাড়ি ফেরার পথে ইসলামনগর-আমঝুপি সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামনগর গ্রামের ইসরাফিল হোসেন আমঝুপি বাজার থেকে বাড়ি ফেরার সময় আমঝুপি-ইসলামনগর মাঠের মধ্যে ছিনতাইকারীদের কবলে পড়েন। টাকা ছিনিয়ে নিতে গেলে ছিনতাইকারীদের সঙ্গে ইসরাফিলের ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় তাকে ঠেকাতে গিয়ে পথচারী আমঝুপি গ্রামের রজব আলীকে অপহরণ করে ছিনতাইকারীরা। ইসরাফিলকে রেখে রজব আলীকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ওই ছিনতাইকারী চক্র। পুলিশের অভিযান শুরু হলে রাতেই রজব আলীকে হিজুলী গ্রামের মাঠে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ রজব আলী ও ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইসরাফিলের মুত্যু হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতির পাশাপাশি হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।

আতিকুর রহমান টিটু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।