সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ওআইসির


প্রকাশিত: ১১:১৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

বিশ্বের শীর্ষ ইসলামিক সংস্থা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোববার কঠোর ভাষায় প্যারিস হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সংস্থাটির মহাসচিব আয়াদ মাদানি বলেছেন, আান্তর্জাতিক সম্প্রদায়কে গোটা মানবতার প্রধান শত্রুতে পরিণত হওয়া সন্ত্রাসবাদের অভিশাপের বিরুদ্ধে লড়াই করতে একটি সম্মিলিত যৌথ পদক্ষেপে যুক্ত হতে হবে।

৫৭-জাতি সংস্থার প্রধান বলেন, তিনি কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানান এবং ফ্রান্স সব সময় স্বাধীনতা ও সমতার যে মূল্যবোধের পক্ষে কাজ করছে তাসহ যাবতীয় বিশ্বজনীন মানবাধিকারের পরিপন্থী যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন।

মাদানি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দায় ওআইসির নীতিগত ও অটল অবস্থান এবং এই কঠিন ও বেদনাঘন মুহূর্তে ফ্রান্সের জন্য সংস্থার অবিচল সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।