নোয়াখালীতে বিএনপির ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

নোয়াখালী জেলা যুবদেলর সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক ম্যাজিস্ট্রেট ২নং নম্বর (সদর-কবিরহাট) আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল আসামী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, তারা মহিন উদ্দিন বাবুর্চি ও ছেরাজল হক রুবেল হত্যা, পুলিশের ওপর আক্রমণ এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা জিআর ৩৫ নম্বর মামলার চার্জশিটভুক্ত আসামি। দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি নোয়াখালীর চৌমুহনীতে হরতাল চলাকালে বিএনপি নেতাকর্মীদের পুলিশের সংঘর্ষে মহিন উদ্দিন বাচুর্চি (২৮) ও ছেরাজল হক রুবেল (৩২) নামের দুইজন নিহত হন। এ ঘটনার পর হত্যা, পুলিশের ওপর আক্রমণ এবং বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাসকে প্রধান আসামি করে বিএনপির ২১৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

মিজানুর রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।