আরইবির চেয়ারম্যান, মেরিটাইম অ্যাফেয়ার্স প্রধানের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৩ জানুয়ারি ২০২১

আরও এক বছর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান থাকছেন মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

১০ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মঈন উদ্দিন ২০১৮ সালের ১০ জানুয়ারি আরইবির চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পান।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান পদে রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বেড়েছে। সচিব পদমর্যাদায় তিনি এ নিয়োগ পেয়েছেন।

এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি আদেশ জারি করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।

খুরশেদ আলম প্রথম ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন।

আরএমএম/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।