এ জীবন নিয়ে তারা আর কি করবে?


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। হুমকির প্রতিক্রিয়ায় হাসান আজিজুল হক বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। এ জীবন নিয়ে তারা আর কি করবে? তবে, আমি বেশি চিন্তা করি তরুণ প্রজন্মের জন্য, যারা আজ প্রগতির পক্ষে সরব।’

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসান আজিজুল হকের ব্যক্তিগত ফোনে এ হুমকি দেয়া হয়। হাসান আজিজুল হকের পুত্রবধূ সুলতানা রাজিয়া জানান, সন্ধ্যায় হাসান আজিজুল হক বিছানায় ছিলেন। এ সময় তার ব্যক্তিগত মোবাইলে ফোন আসে। যার নম্বরগুলো সব শূন্য।

ফোনে বিপরীত দিক থেকে হাসান আজিজুল হককে বলা হয়, আপনি কি নিজেকে বদলাবেন? উত্তরে হাসান আজিজুল হক বলেন, এ বয়সে আমি নিজেকে কি বদলাবো? বিপরীত দিক থেকে আবারো বল হয়, আপনি যদি না বদলান আপনার সমস্যা আছে।

তিনি আরো বলেন, আপনি যেই হন না কেনো সামনে এসে কথা বলেন। ঠিক আছে আমি সামনে আসবো আপনি প্রস্তুত থাকেন বলে ফোনটি রেখে দেয়া হয়। তবে কে বা কারা এ হুমকি দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকির বিষয়টি শুনেছি। স্যারের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যামিরিটাস অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনিসুজ্জামানকেও একইভাবে ফোন করে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

শাহরিয়ার অনতু/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।