শিগগিরই চূড়ান্ত হচ্ছে অনলাইন নীতিমালা : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আন্তঃমন্ত্রণালয় প্রস্তাবিত অনলাইন নীতিমালা শিগগিরই চূড়ান্ত করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার আলোকে অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ শিরোনামে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর নীতিমালা প্রণয়নের জন্য একটি মূল কমিটি ও একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৩ আসনের আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

ইনু বলেন, সাব-কমিটি প্রস্তাবিত নীতিমালা মূল কমিটিতে উপস্থাপনপূর্বক চূড়ান্ত করে চলতি বছরের ৬ আগস্ট মতামত গ্রহণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তিনি আরো বলেন, লিখিত মতামতের জন্য আরো ১৬টি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। সেখানে মন্ত্রণালয়ের মতামত পাওয়া গিয়েছে। শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা করে প্রস্তাবিত নীতিমালাটি চূড়ান্ত করা হবে।

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।