রাজশাহীতে পরিবহন ধর্মঘট : ভোগান্তিতে যাত্রীরা


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৫ নভেম্বর ২০১৫

মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহীতে রোববার ভোর ৫টা থেকে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ফলে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

জানা গেছে, পরিবহন ধর্মঘটের কারণে রাজশাহী থেকে দেশের কোনো জেলার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় নি। ফলে রাজশাহীর বিভিন্ন উপজেলা ও এর আশেপাশের জেলাগুলোতে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। পরিবহন ধর্মঘটের কথা না জানার কারণে সকাল থেকেই বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেক যাত্রীকে বাস কাউন্টারের সামনে বস্তা, ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে দেখা গেছে।

দুপুরে শ্যামলী বাস কাউন্টারের সামনে বসে থাকা সালমা নামের এক গৃহবধূ জানান, তিনি গত দু’দিন আগে ঢাকা থেকে রাজশাহীতে মায়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার তাকে তার কর্মস্থলে যোগদান করতে হবে। তাই ঢাকায় যাবেন বলে তিনি দুপুরে বাস টার্মিনালে আসেন। এখানে পৌঁছে পরিবহন ধর্মঘটের কথা জানতে পারেন। এখন তিনি কিভাবে কর্মস্থলে পৌঁছাবেন তা নিয়ে রয়েছেন উদ্বেগে।

বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মুক্তাদির নামের এক যাত্রী জানান, তিনি পরিবহন ধর্মঘটের কথা জানতেন না। তার মা অসুস্থ থাকায় তিনি দু’দিনের ছুটিতে রাজশাহীতে এসেছিলেন। এখন তার মায়ের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তাই তিনি আজ বিকেলে বগুড়া যাবেন বলে টার্মিনালে এসেছেন। এখানে এসে তিনি জানতে পারেন পরিবহন ধর্মঘটের কথা।

তবে পরিবহন ধর্মঘটের কারণে রাজশাহী ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারগুলোতে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে। বিকেলে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রী নিয়ে তার গন্তব্যে রওনা দিয়েছে।

Rajshahi

এ বিষয়ে কথা হয় রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটারের সঙ্গে। এ সময় তিনি জানান, তারা জনগণের জীবন রক্ষার তাগিদে এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। কারণ প্রায়ই রাজশাহী জেলার বিভিন্ন মহাসড়কে ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। স্থানীয় প্রশাসন তাদের এই দাবি মেনে নিয়ে মহাসড়ক থেকে অবৈধ থ্রি-হুইলার যানবাহন সড়াতে কার্যকরী পদক্ষেপ নিলেই কেবল তারা এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করবেন।

এদিকে, রোববার দুপুরে মহানগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কামরুজ্জামান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় মিছিলটিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ানের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, অবৈধ যানবাহন চলাচলের কারণে সব সময় মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। তাই অবিলম্বে এ অঞ্চলের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে মহাসড়কগুলো থেকে অবৈধ থ্রি-হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবি জানানো হয়। তানা হলে ধর্মঘটের পাশাপাশি আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।