চার কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত: ১১:০৬ এএম, ১৫ নভেম্বর ২০১৫

হয়রত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। রোববার বিকেল ৪টায় তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকের নাম রওশন আলী (৩২)। তিনি ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের (বিজি ০৮৯) ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন।
 
শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. শহীদুজ্জামান সরকার জাগো নিউজকে জানান, রওশন ব্যাংকক থেকে ভারত যাচ্ছিল। বাংলাদেশে তার ট্রানজিট ছিল। সন্দেহভাজনভাবে তার ব্যাগ তল্লাশি করে ভেতর থেকে স্বর্ণের বার পাওয়া যায়। বারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
 
শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ টিম বিদেশিদের উপর বিশেষভাবে নজরদারি করে। এরই অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান শহীদুজ্জামান সরকার।
 
এআর/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।