চীনে ভূমিধসে নিহত ১৬


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৫ নভেম্বর ২০১৫

চীনে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আরো অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টির কারণে দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে।

টুইটারের চীনা সংস্করণ সাইনা ওয়েইবোতে পোস্ট করা একটি ছবিতে ঝেজিয়াং প্রদেশে কাদা ও পাথরের ভেতর থেকে মানুষকে টেনে তুলতে দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ভূমিধসের পর তিন শতাধিক মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আরো ২১টি বাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। শনিবার সন্ধ্যায় এ বন্যা দেখা দেয়।

এদিকে হুনান প্রদেশের মধ্যাঞ্চলে ৫০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া প্রায় ৮ হাজার ২শ লোককে পুনর্বাসিত করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।