মাগুরায় ইটভাটাকে জরিমানা


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৫ নভেম্বর ২০১৫

মাগুরা সদর উপজেলার ধলহরা গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ কাচা ইট ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তার সঙ্গে জেলা বনবিভাগের কর্মকর্তা মোহদীন হোসেন উপস্থিত ছিলেন।

index
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা জাগো নিউজে বলেন,ইটভাটার মালিক মো. আবুল কালাম আজাদ অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো এবং ভাটায় ব্যবহৃত চিমনি সঠিক না থাকায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরাফাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।