মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৫ নভেম্বর ২০১৫

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতাসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনির ভুরঘাটা এলাকায় কুন্ডুবাড়ির মেলায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বরিশারের আগৈলঝাড়ার গৈলা গ্রামের বেলুন বিক্রেতা সিরাজ সরদার ও তার দুই ছেলে সুমন সরদার (২৪), হৃদয় সরদার (১৮) এবং কালকিনির বালিগ্রামের আসলাম খান (৩০), মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার শাহাদাত (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুন্ডুবাড়ির মেলায় খেলনা বেলুনে গ্যাস প্রবেশের সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডর বিস্ফোরিত হয়। এ সময় বেলুন বিক্রেতা সিরাজ সরদার ও তার দুই ছেলে সুমন এবং হৃদয় গুরুতর আহত হয়। এছাড়া পাশে থাকা আসলাম খান ও শাহাদাত নামের আরো দুইজন আহত হয়। আহতদের প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অপূর্ব মল্লিক জানান, গুরুতর অবস্থায় ৩ জনকে বরিশালে পাঠানো হয়েছে। বাকি ২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

একেএম নাসিরুল হক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।