দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত পিরোজপুরের প্রার্থীরা
দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার (পৌর) নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর পরই পিরোজপুরের তিন পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতোমধ্যে প্রার্থীরা দলীয় মনোয়ন পেতে হাইকমান্ড ও মাঠ গোছাতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে এলাকায় গণসংযোগও শুরু করেছেন। প্রার্থীদের আনাগোনায় হাল্কা শীতের পরশ ক্রমেই ছড়িয়ে পড়ছে পৌর এলাকাগুলোতে।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি বসে নেই বিএনপি, জাতীয় পার্টি, ওয়াকার্স পার্টি, জাসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তৎপরতায় নির্বাচন নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লা এমনকি বিভিন্ন অফিসেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে অধিকাংশ পৌরসভার আ. লীগ দলীয় মেয়র ও আ. লীগের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চলমান তীব্র কোন্দলের কারণে বর্তমান মেয়র পরিবর্তন করে দলের ত্যাগী নেতাদের দলীয় মনোনয়ন দেয়ার জন্য সর্বস্তরে গণদাবি উঠেছে।
অপরদিকে স্থানীয় এ নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্ব দিয়ে মাঠে নামার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ।
পিরোজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সকল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় জেলার পিরোজপুর সদর, স্বরূপকাঠি ও মঠবাড়িয়া পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন কৌশলে দলের হাইকমান্ড থেকে শুরু করে পৌরবাসীর সামনে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানকে বেছে নিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার মঠবাড়িয়ার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যায় তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. রফিউদ্দীন আহম্মেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি মো. এমাদুল হক খান, দফতর সম্পাদক সাংবাদিক জাহিদ উদ্দীন পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি কেএমএ হুমাযুন কবির, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মধু।
স্বরূপকাঠি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন- পৌর আওয়ামী লীগের সভাপতি জিএম কবির, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শওকত আকবর, বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপি আহ্বায়ক আবুল কালাম আজাদ মেয়র।
পিরোজপুর সদর পৌরসভার আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হলেন- বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক, বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র লিয়াকত আলী শেখ বাদশার নাম শোনা যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নিত্য নতুন পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে এ সকল পৌর এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান। স্থানীয় ও জাতীয় নেতাদের ছবি ব্যবহার করে ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে প্রার্থীরা জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতা।
ভোটাররা জানান, এবারের পৌর নির্বাচনে তারা প্রার্থিতা নিয়ে ভাবছেন। বিগত সময়ের পৌরসেবা, বর্তমান সময়ের কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করেই তারা প্রার্থীদের সমর্থন দেবেন।
দলীয় নেতাকর্মীরা জানান, বিশেষ করে যারা বিগত সময়ে পৌর এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসলেও পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর তা বাস্তবায়িত করেননি, এমনকি নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কোণঠাসা করে রেখেছেন সে বিষয়টিও তারা মাথায় রেখে কাজ করবেন। সেক্ষেত্রে দলের হাইকমান্ড থেকে প্রার্থী মনোনয়নে ভুল হলে আগামী সংসদ নির্বাচনে তার চরম খেসারত দেয়ারও ইঙ্গিত দিয়েছেন নেতাকর্মীরা।
এসএস/এমএস