ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৫ নভেম্বর ২০১৫

মজলুুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং ১৮ নভেম্বর (বুধবার) বেলা ২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে মওলানা ভাসাসী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং সদস্য সচিব শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এমএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।