অনিল বাগচীর একদিন হুমায়ূন আহমেদকে উৎসর্গ
নন্দিন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গেল ১৩ নভেম্বর সন্ধ্যায় ছবিটির প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেখানে লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটিকে তার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।
ছবিটির প্রিমিয়ার প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেঙ্গল ক্রিয়েশন্স’র ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদ চৌধুরী। এরপর তিনি বেঙ্গলের কর্ণধার এবং ছবিটির প্রযোজক আবুল খায়ের দেশব্যাপি লোকপ্রিয় এ লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে চলচ্চিত্রটির সাফল্য কামনা করেন।
পরিচালক মোরশেদুল ইসলাম তার চলচ্চিত্রটি নির্মাণের প্রেক্ষাপট, ছবিটির মূল চরিত্র অনিল বাগচীর মনের ভয়কে জয় করে মিথ্যার বিপরীতে সত্যের পক্ষে অবস্থান ও সমসাময়িক অসহিষ্ণু পরিবেশে ছবিটি নির্মাণের সময়োপযোগিতার বিষয়টি উল্লেখ করেন।
মোরশেদুল ইসলাম জানান, ছবিটি হুমায়ূন আহমেদের পূণ্য স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। শেষে ছবিটির মূল কলাকুশলী ও শিল্পীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন পরিচালক।
অনুষ্ঠানে উপস্থিত থেকে হুমায়ূন আহমেদের ছোট ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল এই ছবির সাফল্য কামনা করেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ছবিটি দারুণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন। পাশাপাশি ছবিটি নির্মাণের জন্য এই বরেণ্য শিক্ষাবিদ মোর্শেদুল ইসলাম, বেঙ্গল ক্রিয়েশন্সকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, মাননীয় খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ দর্শক সারিতে উপস্থিত থেকে চলচ্চিত্রটি উপভোগ করেন। বেঙ্গল ক্রিয়েশন্স’র পক্ষ থেকে জানানো হয়েছে।
১১ ডিসেম্বর মহান বিজয়ের মাসে ঢাকাসহ সারাদেশে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।
এলএ/এমএস