সামিট সম্মেলনকে ঘিরে মালয়েশিয়ায় নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৫ নভেম্বর ২০১৫

দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সম্মেলন ২৭তম আসিয়ান সামিট-২০১৫ আগামী ২১ ও ২২ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে কুয়ালালামপুর কনভেনশন সেন্টার এলাকা জুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। বিশ্ব নেতাদের এই সম্মেলনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করছে দেশটির পুলিশ।

এবারের আসরে আসিয়ান দেশগুলোর প্রধানদের পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে সম্প্রতি ঘটে যাওয়া প্যারিসের ঘটনা কড়া পর্যবেক্ষণ করছে মালয় সরকার। এছাড়া  আইএস’র সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে কিছু মালয়েশিয়ানদের এখনও খুঁজছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আই এস এর একটি বড় দল দক্ষিণ ফিলিপাইনে এখন লুকিয়ে আছে। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অফিসিয়াল আইএস জঙ্গি দল গঠন করতে চাচ্ছে। ড. মাহমুদ আহমেদ নামে এক মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় শিক্ষককে খুঁজছে পুলিশ। অভিযোগ রয়েছে ২০১৪ সালের জুন মাস থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে আইএস’র প্রচারণা শুরু করেন এশিক্ষক ।

এদিকে প্যারিসে হামলার ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক সরকারি এক বিবৃতিতে  নিন্দা ও শোক প্রকাশ করেছেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।