বিডিএফ এর বৈঠক শুরু রোববার


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১৫ নভেম্বর ২০১৫

সরকারের উন্নয়নের রূপকল্প ও বিষয়বস্তু এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে সামনে রেখে রোববার থেকে ঢাকায় বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ- ২০১৫) এর বৈঠক শুরু হচ্ছে।

এবারের বৈঠকে বাংলাদেশ তার উন্নয়ন কর্মসূচিতে সহযোগীদের অংশগ্রহণ আরও বৃদ্ধির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠকের উদ্বোধন করবেন বলে জানা গছে।
 
এর আগে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-২ সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন বলেন, ‘টেকসই উন্নয়নকে সামনে এগিয়ে নেয়া এবং উদ্যোগ বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের আরও অংশগ্রহণের লক্ষ্যে সরকার এ বৈঠক আয়োজন করছে’।

তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি পরিচালনার লক্ষ্যে নিজেদের প্রয়োজনীয়তা সম্পর্কে উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাগুলোকে অবহিত করবে।

বৈঠকের শেষদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘বিডিএফ- ২০১৫’-এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।