সওজের প্রধান প্রকৌশলী হলেন আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২১

বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের সদস্য অতিরিক্ত প্রকৌশলী মো. আবদুস সবুরকে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) প্রকৌশলী আবদুস সবুরকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি কালই যোগদান করেছেন।

আবদুস সবুর ১৯৮৬ সালে সড়ক ও জনপথ অধিদফতরের সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এরপর তিনি সওজের মাঠ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ঢাকা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সর্বশেষ ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

আইএইচআর/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।