সোমবার ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৩:০১ এএম, ১৫ নভেম্বর ২০১৫

ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ বিষয়ে রোববার বিকাল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী তার দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

শুক্রবার প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ায় চারদিকে সংশয় তৈরি হয় যে, প্রধানমন্ত্রী এ অবস্থায় সফরে যাবেন কি না। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সফরসূচি অপরিবর্তিত রয়েছে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে ফরাসি প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।