পান্থপথ থেকে আরও ৯৪ টন বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

রাজধানীর পান্থপথ বক্স কালভার্ট থেকে আরও ৯৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) বর্জ্য অপসারণ কার্যক্রমের দ্বিতীয় কার্যদিবসে এগুলো অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৪ জানুয়ারি) ডিএসসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, পান্থপথের পাশাপাশি নগরীর শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খালে পানিপ্রবাহ ফিরিয়ে আনার প্রাথমিক কার্যক্রম হিসেবে ম্যানুয়ালি বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান। একই সঙ্গে শ্যামপুর, জিরানি ও মান্ডা খালের সীমানা নির্ধারণ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

jagonews24

খালগুলোর বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কার্যক্রমে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৮০ জন শ্রমিক অংশ নিচ্ছে। এদিকে আজ সোমবার রাত ১১টায় সেগুনবাগিচা বক্স কালভার্টের টিটিপাড়া আউটলেট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন বলেন, ডিএসসিসির মেয়রের নির্দেশনা অনুযায়ী পান্থপথ বক্স কালভার্ট থেকে গত শনিবার বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছি। আজ রাত থেকে সেগুনবাগিচা বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করব।

এমএমএ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।