নয়াদিল্লীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফোকাস কান্ট্রি বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

নয়াদিল্লীতে ৩৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (আইআইটিএফ) শুরু হয়েছে। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি শনিবার এ মেলার উদ্বোধন করেন।

এ বছর মেলার ফোকাস কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। আর আফগানিস্তানকে করা হয়েছে পার্টনার কান্ট্রি। গোয়া ও ঝাড়খন্ডকে পার্টনার স্টেট এবং মধ্যপ্রদেশকে ফোকাস স্টেট করা হয়েছে।

ভারত ও বহির্বিশ্বের সাত সহস্রাধিক প্রতিষ্ঠান ১৪ দিনব্যাপী এ মেলায় অংশ নিচ্ছে।
মেলা উদ্বোধনকালে প্রণব মুখার্জি বলেন, আইআইটিএফ-২০১৫ বৈশ্বিক ভ্রাতৃত্বের একটি আদর্শ মঞ্চ। শান্তি ও সমৃদ্ধি বাড়াতে বাণিজ্য সম্পর্কে একটি অভিন্ন স্বার্থ রয়েছে।

তিনি বলেন, সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি অর্জনের জন্য ভারতে প্রয়াস অনেক উন্নয়নশীর দেশকে সামনে এগুবার পথ দেখিয়েছে। তিনি বলেন, এটি ভারতে বিরাট সুযোগের সময়।

ভারতের প্রেসিডেন্ট বলেন, ভারত সরকারের কিছু সাম্প্রতিক উদ্যোগ ইতোমধ্যেই ফল দিতে শুরু করেছে এবং দেশের প্রধান খাতগুলোতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।
তিনি দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা উন্নত করতে পদক্ষেপ গ্রহণের জন্য মেলা আয়োজকদের ধন্যবাদ জানান।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।