ফ্রান্সে হামলার প্রতিবাদে আলোর মিছিল


প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

ফ্রান্সে জঙ্গি হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়।

মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন, সম্প্রতি সংঘটিত বিশ্বজুড়ে জঙ্গিবাদী তৎপরতায় নিহত-আহত ও গৃহহীন মানুষের আহাজারিতে গোটা বিশ্ব আজ মর্মাহত। বাংলাদেশেও এই মানবতাবিরোধী অপশক্তি একের পর এক হত্যাকাণ্ড ও হামলা সংঘটিত করে চলেছে। এর বিরুদ্ধে আজ শান্তিকামী সমগ্র বিশ্ব জনতার ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর সময় এসেছে।

তারা বলেন, ফ্রান্সে সংঘটিত হত্যাকাণ্ডের পেছনের হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আজ সময় এসেছে। জঙ্গিবাদের ভয়াবহতার বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী জনগণ ও রাষ্ট্রপ্রধানদের বৈশ্বিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার আহ্বায়ক সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিলে উপস্থিত ছিলেন, গণজাগরণ মঞ্চের কামাল পাশা, সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ছাত্রনেতা শরিফুজ্জামান শরিফ প্রমুখ।

এএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।