সাংবিধানিক স্বীকৃতি চায় হিজড়া সম্প্রদায়


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৮ নভেম্বর ২০১৪

তৃতীয় লিঙ্গ হিসাবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশের হিজড়া সম্প্রদায়। প্রায় এক বছর আগে হিজড়া সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এ সংক্রান্ত `নীতিমালা` অনুমোদন করা হয়। তবে হিজড়াদের নিয়ে যারা কাজ করেন, তারা বলছেন, স্বীকৃতি দিলেও, এরপরে এ বিষয়ে সরকারের কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি। সম্প্রতি এমনি এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা অনলাইন।

এদিকে শনিবার হিজড়াদের জীবন আচরণ, রীতিনীতি, বৈষম্য, নিপীড়নের বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে তিনদিনের `হিজড়া প্রাইড-২০১৪` শুরু হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, এর মাধ্যম হিজড়া সম্প্রদায়ের বৈষম্যের অবসান ঘটবে এবং তারা আইনের সুরক্ষা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সংগঠনের প্রধান আনিসুল ইসলাম বলছেন, এখন প্রয়োজন সংসদে উত্থাপনের মাধ্যমে তৃতীয় লিঙ্গ হিসাবে হিজড়াদের সাংবিধানিক স্বীকৃতি। তাহলে তারা আইনের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষার সুযোগ পাবে।

এছাড়া সামাজিক সচেতনতার মাধ্যমে, হিজড়াদের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপরও জোর দিয়েছেন তিনি। শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ঘোচানোর জন্য দীর্ঘদিন ধরেই স্বীকৃতির দাবী জানিয়ে আসছে হিজড়ারা।

উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও ভারতেও অধিকার আদায়ে লড়ছেন হিজড়া সম্প্রদায়ের সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।